আগামী ১৬ অক্টোবর ২০১৮ শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই এর যৌথ উদ্যোগে সিলেট বিভাগের সকল জেলার শিক্ষক অ্যাম্বাসেডর ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে মহসিন অডিটরিয়াম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এ দিনব্যাপী সভা ও আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য যে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৪ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সিলেট বিভাগীয় এটুআই প্রোগ্রামে গেস্ট স্পীকার হিসেবে থাকবেন ইকরামুল হাসান শাকিল। তিনি সিলেট বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দদের শুনাবেন Belief system এর মাধ্যমে ভয়কে জয় করার গল্প।
উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদান এবং উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে সকাল ১০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে বিনীতভাবে অনুরোধ জানানো হলো।