সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে ত্রুটি

0
3304

 মঙ্গলবার সন্ধ্যা থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে সমস্যা হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে । এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী প্রবেশ করতে পারছেন না। কেউ প্রবেশ করতে পারলেও ছবি দেখতে পারছেন না।

ডেইলি মেইলের বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিভ্রাটের শিকার হয়েছেন। এ অঞ্চল থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসে। ফেসবুক সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের ত্রুটির কথা স্বীকার করেছে। ডেইলি মেইলকে ফেসবুক জানিয়েছে, ‌প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)-এর স্বীকার হয়েছে। এর ফলে ফেসবুকে লগ ইন করতে দীর্ঘ সময় লাগছে অথবা একেবারেই প্রবেশ করা যাচ্ছে না।

বাংলাদেশেও সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ফেসবুকে লগ ইন করতে ও ছবি দেখতে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী এ নিয়ে টুইটারে মন্তব্যও করেছেন।