অবিবাহিত একতা কাপুর মা হলেন

0
1443

নিউজ ডেস্ক:- ডোনারের কাছ থেকে শুক্রানু কেনার মাধ্যমে পুত্রের জন্ম দিলেন ভারতীয় প্রযোজক ও পরিচালক একতা কাপুর। একতা কাপুর ভাই তুষারের পথেই হাটলেন। কাপুর এখনো অবিবাহিত তবে বিয়ে নিয়ে এখনো তার আগ্রহ নেই। একতা ও তুষার কাপুর বলিউডের বর্ষীয়াণ অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুরের দুই সন্তান।

একতা সাক্ষাতকারে বলেন, বিয়ে নিয়ে কখনই কিছু ভাবছেন না তিনি ৷ তবে নিজের সন্তান চেয়েছিলেন তিনি ৷ ভাইয়ের সন্তানকে কাছে পেয়ে সেই ইচ্ছে আরও বাড়ে একতার ৷ এরপরই মা হবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ৷

বলিউডে প্রযোজনা করছেন কঙ্গনা রনৌত ও রাজকুমার রাও’র ছবি ‘মেন্টাল হ্যায় কিয়া’, আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ এবং সিদ্ধার্থ মালহোত্রা-পরিণীতি চোপড়ার ‘জবরিয়া জোড়ি’।