আশরাফুল ইসলাম আকাশ:- দেশের জনপ্রিয় মিউজিক স্টেশন “ধ্রুব মিউজিক” এর জন্য সম্প্রতি রাশেদ মামুন অপু নির্মাণ করলেন “জায়গা দিও” শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম । জনপ্রিয় শিল্পী ও গীতিকার লুতফর হাসানের কথায় ও আমজাদ হাসানের মিউজিক কম্পোজিশনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি শেষ হয় এই গানের শুটিং। মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন জামশেদ শামীম ও অমৃতা খান । নির্মাতা রাশেদ মামুন অপু এই মিউজিক্যাল ফিল্মটি দিয়ে দর্শকদের সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদ দিবেন বলে আশা করা যায় ।
মিউজিক্যাল ফিল্মটি সম্পর্কে রাশেদ মামুন অপু বলেন, দর্শক খুব দ্রুত ধ্রুব মিউজিক স্টেশনে দেখতে পাবেন মিউজিক্যাল ফিল্ম “জায়গা দিও” ।