বর্ণাঢ্য আয়োজনে বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৭-১৮ অনুষ্ঠিত

0
2004
মুসলিম কালেকশন-বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৭-১৮, কৃষিবিদ মিলনায়তন, ফার্মগেট, ঢাকা। ছবি: আশরাফুল ইসলাম আকাশ।

এস.এ.এম সুমন: বাংলাদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা ও ইলেকট্রানিক মিডিয়ার বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত মুসলিম কালেকশন-বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৭-১৮ অনুষ্ঠিত হলো গত ০৫ জুলাই কৃষিবিদ মিলনায়তন, ফার্মগেট, ঢাকা।

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে নান্দনিকতার স্ব-স্ব অঙ্গনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুনী ও তারকাশিল্পী-কুশলীদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

বিএফইউজে সভাপতি মোল্লা জালালের হাত থেকে সম্মাননা গ্রহন করছেন চিত্রনায়ক ডি এ তায়েব। ছবি: আশরাফুল ইসলাম আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপি, এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিএফইউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহীন আহমেদ, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, জজ ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফাইজুর রহমান ভূঁইয়া জুয়েল, ওশ্যান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান এমন করিম, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এ্যাডভোকেট ড. আবদুল মান্নান ভূইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রিমন মাহফুজ। সংগঠনের সাধারণ সম্পাদক মুসলিম ঢালী-এর শুভেচ্ছা বক্তব্যের পর অতিথিরা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

সম্মাননা হাতে সেরা উপস্থাপক আনজাম মাসুদ। ছবি: আশরাফুল ইসলাম আকাশ।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী, দিলরুবা খান, চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, নায়ক উজ্জল, নৃত্যে লায়লা হাসান ও ডলি ইকবাল। মরণোত্তর সম্মাননা চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক।

বিশেষ সম্মাননা এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান। চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান। সেরা ফ্যাশন ডিজাইনার মুসলিম কালেকশনের চেয়ারম্যান মুসলিম ঢালী, উপস্থাপনায় আনজাম মাসুদ, সেরা ইভেন্ট অর্গানাইজার প্রিন্স মোহাম্মাদ।

চলচ্চিত্র বিভাগ থেকে ২০১৭-১৮ অ্যাওয়ার্ড লাভ করেন- চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, চঞ্চল চৌধুরী, আরেফিন শুভ, নিরব, শিপন, সিয়াম আমান রেজা, সাঞ্জু জন, খল অভিনেতা মিশা সওদাগর, সীমান্ত, চিত্রনায়িকা জয় আহসান, পূজা চেরী, শবনম ফারিয়া, আঁচল, রুনা খান, মিস্টি মারিয়া, শিরীন শিলা, অধরা খান, তানহা তাসনিয়া, পরিচালক অনম বিশ্বাস প্রমুখ।

মিশা সওদাগরের হাত থেকে সম্মাননা গ্রহন করছেন কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। ছবি: আশরাফুল ইসলাম আকাশ।

সঙ্গীত বিভাগ থেকে ২০১৭-১৮ অ্যাওয়ার্ড লাভ করেন- কন্ঠশিল্পী আসিফ আকবর, আরেফিন রুমি, কনা, পড়শী, কর্নিয়া, ধ্রুব গুহ, কামরুজ্জামান রাব্বি, সুজন আরিফ, শাহরিয়ার রাফাত, গীত আচার্য্য, ঐশী, আয়শা মৌসুমী প্রমুখ।

সম্মাননা হাতে আনিসুজ্জামান এবং সংগীতশিল্পী আরিফিন রুমি। ছবি: আশরাফুল ইসলাম আকাশ।

টেলিভিশন বিভাগ থেকে ২০১৭-১৮ অ্যাওয়ার্ড লাভ করেন- অভিনেত্রী মৌসুমী হামিদ, অপূর্ব, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, সূর্বনা মজুমদার, হুমাইয়া হিমু, এ আর মন্টু, নজরুল রাজ প্রমূখ।

সেরা রন্ধন শিল্পী বিভাগ থেকে ২০১৭-১৮ অ্যাওয়ার্ড লাভ করেন মেহেরুন নেসা, আফরোজা নাজনী সুমি, আঞ্জুমান সেতু, শাহনাজ ইসলাম। নৃত্যশিল্পী নাদিয়া, মিম চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, আরিফুজ্জামান চয়ন, ফ্লাই ফারুক প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ইভান সাইর, রুহানী লাবন্য।

মিডিয়া পার্টনার এটিএন বাংলা।