সৈয়দ রমজান আলী : “৩৫ তম ফোবানা কনভেনশন ওয়াশিংটন, ডিসি ২০২১ এর প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে” গত ৩০ মাস মে নিউ ইয়র্ক এর লেগুয়ার্ডিয়া হোটেল মেরিয়ট এ ফোবানার স্টিয়ারিং কমিটির সঙ্গে ফোবানা ওয়াশিংটন ডিসি ২০২১ হোস্ট কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম শিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী শাখাওয়াত হোসেন আজম, হোস্ট কমিটির আহ্বায়ক জনাব শরাফত হোসেন বাবু, সাংস্কৃতিক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির বাবলু, চিফ-পরামর্শদাতা ধর্মীয় জনাব তোফায়েল আহমেদ, হোস্ট কমিটির চিপ পেট্রন জসিম উদ্দিন ভূইয়া,ট্রেজারার নিশান রহিম,এলিন রহমান, মাক্সুদুর চৌধুরী , নিজাম আহমেদ, আলমগীর রবীন প্রমুখ।
প্রায় চার ঘন্টা সভায় কনভেনশনের এর অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় । আহ্বায়ক জনাব শরাফত হোসেন বাবু এবং সাংস্কৃতিক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির বাবলু কনভেনশনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এবারের কোনভেনশন পূর্বের কনভেনশনের চেয়ে একটু ভিন্ন ধাঁচে অনুষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
সভার শেষে “স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন খান ও আহ্বায়ক জনাব শরাফত হোসেন বাবু উপস্থিত ফোবানার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।