ধারা মিডিয়া প্রযোজিত সিনেমা মন দিলাম কাহিনী ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবু

0
848

আনন্দ বিনোদন ডেস্ক : মন দিলাম সিনেমার কাহিনী ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবু হলেন রংবাজ সিনেমার পরিচালক জহিরুল হক এর ছেলে। জহিরুল হক পরিচালিত রংবাজ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক। সিনেমাটির ‘হই হই হই রঙিলা’, ‘সে যে কেন এলো না’ গান দুটো এখনো মানুষের মুখে মুখে ফেরে। বাংলা চলচ্চিত্রের পালাবদলে এ সিনেমাটি বিরাট ভূমিকা রাখে। রাজ্জাক তার রোমান্টিক ইমেজ ভেঙে এ সিনেমায় অ্যান্টি-হিরোর নতুন ইমেজ দাঁড় করান। সিনেমায় কবরী ছিলেন তার নায়িকা। ধারা মিডিয়া’র প্রথম প্রযোজনায় “মন দিলাম এর গল্পকার তার সুযোগ্য পুত্র আবদুল্লাহ জহির বাবু। উক্ত সিনেমা নিয়ে ধারা মিডিয়ার সথে চুক্তিবদ্ধ হন কাহিনী ও চিত্রনাট্যকারের সাথে। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব প্রযোজনা প্রতিষ্ঠান ধারা মিডিয়া কর্ণধার, প্রযোজক আবুল হোসেন মজুমদার ও জাহাঙ্গীর সিকদার। আবুল হোসেন মজুমদার জানান চিত্রনাট্য লেখা শেষ হলেই সিনেমার শুটিং সহ আন্যান্য কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ।