আনন্দ বিনোদন ডেস্ক : অভিনেতা মাহাবুব উদ্দিন সাজ কাজ করছেন দৈনিক ধারাবাহিক ” জবা ” নাটকে এটি প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে পরিচালনা করেছেন আশিষ রায়। এর কিছুদিন আগে দীপ্ত টিভিতে প্রচার হয়েছিল দৈনিক ধারাবাহিক ” মান অভিমান ” ইতিপূর্বে বেশ কয়েকটি টিভিসি দর্শকদের মন ছুঁয়েছে, শাহ্ সিমেন্ট রেডিমিক্স, প্রান প্রিমিয়াম ঘি ,হুয়াইওয়ে মোবাইল, গাজী সিএনজি টায়ার সহ বেশ কয়েকটি। এবার কাজ করছেন রিপন রহমানের পরিচালনায় খন্ড নাটক ” ধোঁকাবাজ” নাটকটি বিগত দুইদিন শুটিং শেষে এডিটিং করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে। নাটকটিতে মাহবুব উদ্দিন সাজ কে দেখা যাবে পুলিশ চরিত্রে। ধোঁকাবাজ নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও ফারিয়া শাহরিন,অন্যান্য চরিত্রে, উর্মি,মিঠু, স্বপন,বিজু,ইসতিয়াক প্রমুখ। ডিওপি: মো:সুজন, পরিচালকের বরাতে জানা গেছে আগামী কয়েক দিনের মধ্যেই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যনেলে প্রচার হওয়ার কথা রয়েছে।