জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য  সিনেমা আহ্বান

0
325

আনন্দ বিনোদন ডেস্ক :  জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর জন্য ছবি আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ১০ মে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করা যাবে। ২ এপ্রিল বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে জুরিবোর্ডের প্রথম সভায় জানানো হয়, ৪ এপ্রিল থেকে প্রযোজকেরা ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম বা ছক বিনা মূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। সেন্সর বোর্ডের ওয়েবসাইট www.bfcb.gov.bd থেকেও ডাউনলোড করা যাবে।