আতিকুর রাহিম: ঈদুল আজহায় আসছে এমআর-৯। কাজী আনোয়ার হোসেনের গুপ্তচর চরিত্র মাসুদ রানাকে নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। সম্প্রতি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বলা হয়, রোজার ঈদের আগে চাঁদরাতে মুক্তি দেওয়া হবে সিনেমাটির টিজার। এ ছাড়া মুক্তির আগে কান চলচ্চিত্র উৎসবে হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ছবিতে মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এ বি এম সুমন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, সাজ্জাদ, জেসিয়াসহ হলিউড ও বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রযোজক-পরিচালক আসিফ আকবর।
আলোচিত সিনেমা ‘এম আর-৯’ বাংলাদেশ ও হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে চিত্রায়ণ। অংশ নিয়েছেন এবিএম সুমন, জেসিয়া, এলিনা শাম্মী, টাইগার রবিসহ অনেকে।
‘এম আর-৯’ সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরতে চান নির্মাতা আসিফ আকবর। আমেরিকা, বাংলাদেশসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। হলিউড, ঢালিউডের পাশাপাশি বলিউডের শিল্পীরাও যুক্ত হয়েছেন এতে। তড়িঘড়ি নয়, সময় নিয়ে যত্নসহকারে কাজটি শেষ করার ইচ্ছে নির্মাতার।