সোমঋতা মল্লিকের সাথে তারুণ্যের উচ্ছ্বাসের গান কবিতার আড্ডা

0
391

চট্রগ্রাম প্রতিনিধি:

কোলকাতা ছায়ানটের সভাপতি এবং ওপার বাংলার বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সোমঋতা মল্লিকের সাথে এক গান-কবিতার আড্ডা গতকাল ৯ আগস্ট ২০২৩ বুধবার নগরীর মেহেদীবাগস্থ কবিতার প্রহর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে এ আড্ডায় শিল্পী সোমঋতা মল্লিক তার জীবনের শিল্পযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও তিনি নজরুলের বেশ কিছু গান পরিবেশন করেন৷

আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে কথামালা গান ও কবিতায় অংশ নেন তারুণ্যের উচ্ছ্বাস সদস্য শিল্পী অর্পিতা দাশগুপ্তা, পায়েল বিশ্বাস, ঊর্মি নন্দী, ভুবন দাশ ত্রয়ী, অঝর চৌধুরী, মৌ দত্ত, প্রজ্ঞা লাবনী, তন্বী ঘোষ।
গান পরিবেশন করেন আনিকা চৌধুরী এবং পিয়া চৌধুরী।

অনুষ্ঠানে শিল্পী সোমঋতা মল্লিকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তারুণ্যের উচ্ছ্বাস সহ সভাপতি প্রবীর মহাজন।