এস আর মাল্টিমিডিয়া ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপনে সেরা সাংস্কৃতিক এওয়ার্ড-২৩ পাচ্ছেন এপি হাউস সাংস্কৃতিক একাডেমি।
এ আয়োজনে এওয়ার্ড নিবেন এপি হাউস সুপার মডেল আফ দ্যা ইয়ার বিডি সিজন ২ এর বিজয়ীরা এবং এপি প্রডাক্ট হাউস এর ব্রান্ড আম্বাসেডর মিষ্টি, পূজা, সুমি, সনি ও শ্রাবন্তী।
তাঁরা বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সেক্টর এ কাজ করে যাচ্ছেন। এছাড়াও এপি হাউস সাংস্কৃতিক একাডেমির মনোরম পারফরম্যান্স থাকছে এ আয়োজন।
এপি হাউস সম্মানিত চেয়ারম্যান (ইন্জি: আজিম উল্লাহ্) এবং এম ডি ( আর এইচ আরমান) এ সাফল্যে জন্য আনন্দিত। তারা চাই সুপার মডেল এর মাধ্যমে নতুন প্রতিভাবান আর্টিস্টদের আগমন হোক মিডিয়া পাড়ায়। ধারাবাহিকতায় সিজন ৩ আসছে ২৩ এ, রেজিষ্ট্রেশন কার্যক্রম ও চলছে।