চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। গিনির সঙ্গে তোলা একটি ছবি টু্ইটারে পোস্ট করে এমনটিই জানান দেন কপিল।
ভারতীয় গনমাধ্যম জানায়, দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থ-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। তাদের বিয়ের তারিখ ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।গিনিদের পাঞ্জাবের বাড়িতেই দুজনের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করা হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে গিনি। পরিবারের একমাত্র মেয়ের বিয়েটা হবে খুবই জাকজমকপূর্ণভাবে করতে চায়।
বিয়ে প্রসঙ্গে কপিল বলেন, ‘একমাত্র মেয়ে, তাই আড়ম্বর করে মেয়ে বিয়ে দিতে চান গিনির বাবা মা। তাদের আবেগটা বুঝতে পারছি। আমার বাবা-মাও একইভাবে বিয়ের আড়ম্বর অনুষ্ঠান করতে চান। আমার বড় ভাইয়ের বিয়েতে খুব বড় কোনো অনুষ্ঠান করা হয়নি। তখন আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না। তবে বোনের বিয়েতে বেশ বড় অনুষ্ঠান করা হয়েছে। কারণ তত দিনে আমার হাতেও টাকা পয়সা আসতে শুরু করে। সবচেয়ে বড় কথা হলো বিয়ের এই সিদ্ধান্তে গিনি, আমি ও আমাদের পরিবারের সবাই অনেক খুশি।’