• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মিডিয়ায় প্রতি প্রেম বা বিয়ের ক্ষেত্রে অনাগ্রহ ছিল মাধুরীর


FavIcon
এস.এ.এম সুমন
নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আনন্দ বিনোদন ডেস্কঃ

মাধুরী দীক্ষিত, হিন্দি সিনেমার জগতে কিংবদন্তি অভিনেত্রী। অতুলনীয় সৌন্দর্য এবং লাবণ্যের জন্যই বেশি পরিচিত। ৮০ এবং ৯০-এর দশকের শেষের দিকের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। যদিও ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাবধানে পা রাখতেন, তবুও তাকে নিয়ে গুজব ছিল এবং সঞ্জয় দত্ত এমনকি অনিল কাপুরসহ শীর্ষ তারকাদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। পরে অবশ্য সহকর্মী কারও সঙ্গেই তার পরিণয় হয়নি। বরং ট্রেকের একেবারে বাইরে, ডা. শ্রীরাম নেনের সঙ্গে তার বিয়ে হয়। প্রেম তো দূরের কথা, সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল। কিন্তু কেন? সম্প্রতি সেই গোপন রহস্যই ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই।

১৯৯০ এর দশকের গোড়ার দিকে, মাধুরী এবং সঞ্জয় দত্তের মধ্যে সম্ভাব্য প্রেমের জল্পনা তুঙ্গে ছিল।সাজনএবংখলনায়ক মতো সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন গুজবকে আরও তীব্র করে তুলেছিল। তবে, ১৯৯৩ সালে অস্ত্র আইনে সঞ্জয় দত্তের গ্রেফতারের পর তাদের কথিত সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায়। 

আইনি জটিলতার কারণেই মাধুরী তার (সঞ্জয়) থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে, এবং তিনি কখনো প্রকাশ্যে গুজবের কথা স্বীকার করেননি বা মন্তব্য করেননি। তবে, সঞ্জয় দত্তকে মাধুরী দীক্ষিত কখনোই বলেননি যে, তিনি তাকে বিয়ে করবেন। 

অন্যদিকে সহ-অভিনেতা অনিল কাপুরের সঙ্গেও মাধুরীর প্রেমের গুজব রটেছিল। ওই সময় একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কাপুরকে বিয়ে করবেন কিনা। মাধুরী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, কেন তিনি কখনো রকম কাউকে (অনিল কাপুর) বিয়ে করবেন না।

মাধুরী বলেন, ‘না! আমি তার মতো কাউকে বিয়ে করব না। একটা কথা, সে (অনিল) খুব বেশি সংবেদনশীল; আমি চাই আমার স্বামী শান্ত থাকুক। অনিলের কথা বলতে গেলে, আমি তার সঙ্গে অনেক সিনেমা করেছি, তাই আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি আমাদের কথিত সম্পর্ক নিয়ে আমি তার সঙ্গে রসিকতাও করতে পারি।’ 

অবশ্য অনিল কাপুর মাধুরীর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার আগেই বিবাহিত ছিলেন। যেহেতু তারা একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এবং পর্দায় দুর্দান্ত রসায়ন ভাগ করে নিয়েছিলেন, তাই তাদের সম্পর্কের গুজব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তবে এই জুটির মধ্যে পেশাদারত্ব ছাড়া আর কিছুই ছিল না। প্রশ্ন হলো, এতদিন পর সম্পর্কের কথা কেন সামনে এলো। উত্তর একটাই, সাক্ষাৎকার। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো প্রসঙ্গই টেনে আনা হলো, আর মাধুরীর উত্তর ছিল বিগত সময়ের মতো, ‘একই

 গুজবের কথা স্বীকার করেননি বা মন্তব্য করেননি। তবে, সঞ্জয় দত্তকে মাধুরী দীক্ষিত কখনোই বলেননি যে, তিনি তাকে বিয়ে করবেন। 

অন্যদিকে সহ-অভিনেতা অনিল কাপুরের সঙ্গেও মাধুরীর প্রেমের গুজব রটেছিল। ওই সময় একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কাপুরকে বিয়ে করবেন কিনা। মাধুরী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, কেন তিনি কখনো রকম কাউকে (অনিল কাপুর) বিয়ে করবেন না।

মাধুরী বলেন, ‘না! আমি তার মতো কাউকে বিয়ে করব না। একটা কথা, সে (অনিল) খুব বেশি সংবেদনশীল; আমি চাই আমার স্বামী শান্ত থাকুক। অনিলের কথা বলতে গেলে, আমি তার সঙ্গে অনেক সিনেমা করেছি, তাই আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি আমাদের কথিত সম্পর্ক নিয়ে আমি তার সঙ্গে রসিকতাও করতে পারি।’ 

অবশ্য অনিল কাপুর মাধুরীর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার আগেই বিবাহিত ছিলেন। যেহেতু তারা একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এবং পর্দায় দুর্দান্ত রসায়ন ভাগ করে নিয়েছিলেন, তাই তাদের সম্পর্কের গুজব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তবে এই জুটির মধ্যে পেশাদারত্ব ছাড়া আর কিছুই ছিল না। প্রশ্ন হলো, এতদিন পর সম্পর্কের কথা কেন সামনে এলো। উত্তর একটাই, সাক্ষাৎকার। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো প্রসঙ্গই টেনে আনা হলো, আর মাধুরীর উত্তর ছিল বিগত সময়ের মতো, ‘একই

 সংগৃহীত